গত বৃহস্পতিবার গভীর রাতে শ্রীনগরের বাঘরা গ্রামে সৌদি প্রবাসী মনিরুজ্জামানের বাড়িতে এ ঘটনা ঘটে। চোরের দল তিনজন সদস্য নিয়ে বাড়ির চিলেকোঠার টিন কেটে ভেতরে প্রবেশ করে।
তারা শয়নকক্ষে ঢুকে প্রবাসীর স্ত্রীর মুখ চেপে ধরে এবং ঘরে মূল্যবান জিনিসপত্র খুঁজতে থাকে। এ সময় প্রবাসীর স্ত্রীর পরিচিত এক তরুণকে দেখে ফেলেন তিনি।
চিহ্নিত হয়ে যাওয়ার পর চোরের দল ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা তার তিন বছরের মেয়ের গলায় ধারালো ছোরা ধরে ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে বিবস্ত্র হতে বাধ্য করে। এরপর মোবাইল ফোনে তার ছবি ও ভিডিও ধারণ করে।

তারা হুমকি দেয়, প্রতি মাসে প্রবাসীর পাঠানো টাকা দিতে হবে, নতুবা ধারণকৃত ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। এ সময় তারা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়।
এ ঘটনা এলাকায় জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় জনতা। বিকেলে অভিযুক্ত ফাহাদকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, “চোরের দল চুরি করতে গিয়ে ধরা পড়ার ভয়ে ওই নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের চেষ্টা করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।” এ ঘটনার তদন্ত ও পলাতক আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















