ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদ শহরে এক মুসলিম চিকিৎসক দম্পতিকে বাড়ি বিক্রি করতে বাধ্য করা হয়েছে প্রতিবেশীদের বিক্ষোভের মুখে।
ঘটনাটি সম্প্রতি ভারতীয় সমাজে ধর্মীয় বৈষম্যের একটি উদ্বেগজনক দৃষ্টান্ত হিসেবে আলোচনায় উঠে এসেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, মোরাদাবাদের একটি অভিজাত এলাকায় নতুন বাড়ি কিনেছিলেন ওই মুসলিম দম্পতি।
তবে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকার প্রতিবেশীরা তাদের ওই বাড়িতে থাকতে বাধা দেয়। প্রতিবেশীদের অভিযোগ, “এলাকাটি হিন্দু অধ্যুষিত। এখানে অন্য সম্প্রদায়ের কাউকে থাকতে দেওয়া উচিত নয়।”
কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করছেন।
মেঘা অরোরা নামের এক নারী বলেন, “আমাদের মন্দিরের সামনে মুসলিম পরিবার বসবাস করলে তা আমাদের নারীদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।”
বাড়িটির পূর্ব মালিক ড. অশোক বাজাজ বিষয়টি নিয়ে বলেন, “উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে যে মুসলিম দম্পতি বাড়িটি পুনরায় একজন হিন্দুর কাছে বিক্রি করবেন।”
তবে তিনি ক্ষোভ প্রকাশ করে যোগ করেন, “আমাদের শহরের পরিবেশ বদলে গেছে। এমন ঘটনা আমি কখনোই কল্পনা করিনি।”
এ প্রসঙ্গে দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও নীতিশাস্ত্রের অধ্যাপক তানভীর আইজাজ বলেন, “ধর্মীয় মেরুকরণ এখন শহর এলাকাগুলোতেও ছড়িয়ে পড়ছে। এটি ভারতের সংবিধানের স্পষ্ট লঙ্ঘন এবং নাগরিকদের মৌলিক অধিকার হরণের উদাহরণ।”
এই ঘটনা ধর্মীয় অসহিষ্ণুতা ও সামাজিক বৈষম্যের প্রতিফলন হিসেবে দৃষ্টিগোচর হচ্ছে এবং ভারতের বহুত্ববাদী সাংস্কৃতিক চেতনায় গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
