ফিজিতে কর্মরত প্রবাসী বাংলাদেশি নাগরিক রায়হান আলীর মৃত্যুর ঘটনায় ফিজি সরকার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। আজ মঙ্গলবার ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।
হাইকমিশন জানায়, ফিজি সরকার রায়হান আলীর পরিবারকে ৭৫ হাজার ফিজিয়ান ডলার, যা প্রায় ৪০ লাখ ৫০ হাজার বাংলাদেশি টাকার সমান, প্রদান করবে। এই অর্থ নিহতের পিতাকে দেওয়া হবে।
গত বছরের ২৭ জুন রায়হান আলী ফিজির ডিজাইন ইঞ্জিনিয়ারিয় পিটিই লিমিটেডে কোম্পানিতে কর্মরত থাকা অবস্থায় গাড়ির চাকা বিস্ফোরণে মৃত্যুবরণ করেন। এই ঘটনার পর থেকে বাংলাদেশ হাইকমিশন ক্ষতিপূরণের জন্য ফিজি সরকারের কাছে অনুরোধ জানিয়ে আসছিল।
মৃত্যুর পর রায়হান আলীর পরিবারের সম্মতিতে তাকে ফিজিতে দাফন করা হয়। তিনি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা ছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
