ওমানের সুর এলাকার সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় একজন ব্যক্তি ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে শনিবার কোস্ট গার্ড পুলিশ গিয়ে সেই লাশ উদ্ধার করে। এক এক্স বার্তায় বিষয়টি জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ।
পুলিশ জানায়, বুধবার সুরের আল বার সংলগ্ন সাগরে মাছ ধরার সময় নৌকা থেকে পড়ে যান ওই জেলে। এক পর্যায়ে স্রোতের টানে ভেসে গেলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি অন্য জেলেরা।
বৃহস্পতিবার এক বার্তায় পুলিশ তার সন্ধানে উদ্ধার তৎপরতা শুরুর বিষয়টি জানিয়েছিলো। সেই থেকে ২ দিনেরও বেশি সময় খোঁজাখুঁজির পর তার মরদেহ পাওয়া গেল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
