সংযুক্ত আরব আমিরাতের শারজাহে একটি ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত প্রবাসী এক বাংলাদেশি আট দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। এ ঘটনায় গুরুতর দগ্ধ আরেক প্রবাসী শারজাহ এর আল কাসেমি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মারা যাওয়া মোহাম্মদ আমিরুল ইসলামের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগের পরিকোট গ্রামে। তার বাবার নাম মোঃ নুরুল ইসলাম।
আমিরুলের মামা আমিরাত প্রবাসী মোহাম্মদ শাহজাহান বলেন, গত ৮ নভেম্বর শারজাহ এর সানাইয়াহ ৪ নম্বর ইন্ডাস্ট্রিয়াল জোনে বাংলাদেশি মালিকানাধীন তারিক আল আমান ওয়ার্কশপে একটি পেট্রোল ট্যাংক ওয়েল্ডিং করার সময় আগুন ধরে গেলে এ দুর্ঘটনা ঘটে।
আগুন গ্যাস সিলিন্ডারে লেগে তাতে বিস্ফোরণ ঘটলে আমিরুল ও তার এক সহকর্মী মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। তাদের তাৎক্ষণিকভাবে শারজাহ আল কাসেমি হাসপাতালে ভর্তি করা হয়।
পরে আমিরুলের অবস্থার অবনতি হলে তাকে আবুধাবির বিশেষায়িত শেখাবুত হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আট দিন লাইফ সাপোর্টে থেকে শনিবার দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
প্রায় চার বছর ধরে আমিরাতে কাজ করছেন আমিরুল। তারা লাশ শেখাবুত হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তা দেশে পাঠানো হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
