এক ওমান প্রবাসীকে হত্যার প্রায় এক যুগ পর নতুন রহস্য উন্মোচিত হয়েছে। শাকিল ওরফে মুসা নামে ওই প্রবাসীকে হত্যার দায়ে ইতোমধ্যে অভিযুক্ত নাসিমা আক্তারসহ ৪ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, পরকিয়ার জের ধরে খুন হন ওমান প্রবাসী শাকিল ওরফে মুসা। ঘটনার নেপথ্যে ছিলো পরকিয়া করে শারিরীক সম্পর্ক, অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ এবং ঐ নারীর গর্ভপাত।
সোমবার খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল প্রেস ব্রিফিং করে এমন এক ঘটনার চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেন। এ ঘটনায় ভিকটিমের মাথার খুলি, ৫ টি হাড় এবং পরিহিত কাপড়ের অংশ বিশেষ আলমত উদ্ধার করে খাগড়াছড়ি জেলা পুলিশের বিশেষ টিম।
পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, দীর্ঘ ১১ বছর পূর্বে নিখোঁজ ওমান প্রবাসী ভিকটিম শাকিল মুসা হত্যার ঘটনায় আদালতের আদেশে রুজুকৃত মামলার তদন্ত করা হয়।
এসময় প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী নাসিমা প্রবাসী মুসার সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে বলে জানান।
মুসা ওমানে থাকাকালে তার আয়ের অর্থ নাসিমার কাছে পাঠায়। সেই টাকা আত্মসাৎ এবং উভয়ের অবৈধ সম্পর্ক গোপন রাখতেই দেশে ফেরার পর তিনি মুসাকে হত্যা করে মাটিচাপা দেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
