সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মোট সম্পদ চলতি মাসেই বেড়ে দ্বিগুন হয়েছে। অক্টোবরের শুরুতে তার মোট সম্পদের পরিমাণ ছিল ৪০০ কোটি ডলার, আর মঙ্গলবার (২৯ অক্টোবর) তার সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮০০ কোটি ডলার।
মার্কিন সাময়িকী ফোর্বসের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ফোর্বসের ‘রিয়েল টাইম ট্র্যাকার’ অনুসারে, ডোনাল্ড ট্রাম্প এখন বিশ্বের ৩৫৭তম ধনী ব্যক্তি। ৫ জুন থেকে সোশ্যাল মিডিয়া কোম্পানির শেয়ার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় তার ভাগ্য খুলেছে। মঙ্গলবারে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের শেয়ার ৯ শতাংশ থেকে বেড়ে ৫১ দশমিক ৫১ শতাংশ হয়েছে।
অন্যদিকে, আসন্ন নির্বাচনে ট্রাম্পের নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিস ও তার স্বামী ডগ এমহফের মোট সম্পদের পরিমাণ ৮০ লাখ ডলার। চলতি বছরের মে মাসে ফোর্বসের প্রকাশিত এক রিপোর্টে এ তথ্য জানা যায়।
উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এতে রিপাবলিকান পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিস।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের বেশকিছু জরিপে দেখা গেছে, আসন্ন মার্কিন নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে ট্রাম্প ও কমলার। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে ব্যবধান গড়ে দিতে পারে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো। তাই ভোটারদের কাছে টানতে সেসব অঙ্গরাজ্যে শেষ মুহূর্তের প্রচার চালিয়ে যাচ্ছেন কমলা ও ট্রাম্প।
সিএনএন জরিপ অনুসারে, অ্যারিজোনায়, কমলার সম্ভাব্য ভোটারদের মধ্যে ৪৮ শতাংশ সমর্থন রয়েছে, যেখানে ট্রাম্পের রয়েছে ৪৭ শতাংশ। নেভাদায় ৪৮ শতাংশ সমর্থন নিয়ে কমলার চেয়ে সামন্য এগিয়ে আছেন ট্রাম্প। কমলার এ অঙ্গরাজ্যে সমর্থন ৪৭ শতাংশ।
দ্য হিলের সর্বশেষ জরিপ অনুসারে, ভোটারদের ৫৪ শতাংশ সমর্থন নিয়ে কমলার চেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। আর ৪৬ শতাংশ ভোটার সমর্থন করছেন হ্যারিসকে। আর মিশিগানে ট্রাম্পকে পেছনে ফেলেছেন ট্রাম্প।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
