করোনাভাইরাস মোকাবেলায় বেশ দ্রুত পদক্ষেপ নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটিতে বর্তমানে করোনাভাইরাসের অবস্থা অনেকখানি নিয়ন্ত্রণে। সম্প্রতি এই ভাইরাস মোকাবেলায় দেশটির জনশক্তি মন্ত্রণালয় নতুন নির্দেশ জারি করেছে। নির্দেশনায় জানানো হয় যে, দেশটির বেসরকারি খাতের নিয়োগকারীদের নিজ দায়িত্বে কর্মীদের কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয় যে, সরকার দেশটির সকল নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে। বেসরকারি খাতের সকল প্রতিষ্ঠানগুলি তাদের কর্মীদের করোনাভাইরাস পরীক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করবে বা সরকারের পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে দিবে। যদি কোনও শ্রমিকের করোনাভাইরাসের লক্ষণ থাকে বা সন্দেহ থাকে তাহলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ জনগণকে অবশ্যই সামাজিক দূরত্ব মানতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
মন্ত্রণালয় সতর্ক করেছে যে, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেগুলো সবাইকে মেনে চলতে হবে। যদি কোনো প্রতিষ্ঠান এই সিদ্ধান্ত না মানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে সরকার।
https://www.youtube.com/watch?v=_C6JICciFPM
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















