মহামারী করোনা পরিস্থিতিতে কাতারে বসবাসরত বাংলাদেশিসহ সব অভিবাসীকে সেখানে অবস্থানের তথ্য নিবন্ধন করতে নির্দেশনা দিয়েছে দেশটির সরকার। আগামী ২৬ জুলাইয়ের মধ্যে নিবন্ধন না করলে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে এমন হুঁশিয়ারি ও দেওয়া হয়েছে। এ অবস্থায় সব প্রবাসী বাংলাদেশিকে নিবন্ধন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
[the_ad id=”652″]
কাতারি ১০ হাজার রিয়াল জরিমানা থেকে রক্ষা পেতে বাংলাদেশিদের ন্যাশনাল অ্যাড্রেস করে নিতে বাংলাদেশ কমিউনিটির নেতারা আহ্বান জানিয়েছেন। এদিকে যথাযথ সময়ের মধ্যে তথ্য নিবন্ধনের আহ্বান জানিয়েছেন শ্রম কাউন্সিলর বাংলাদেশ দূতাবাস কাতার ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।
আরও পড়ুনঃ মৃত প্রবাসী কর্মীর পরিবারকে যেসব সুবিধা দেয় সরকার
করোনা পরিস্থিতির কারণে যারা ন্যাশনাল অ্যাড্রেসের তথ্য নিবন্ধন পূরণ করেননি তাদের আগামী ২৬ জুলাইয়ের মধ্যে তথ্য নিবন্ধন করার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাতার সরকার। এ অবস্থায় সরকারের নির্দেশমতো তথ্য নিবন্ধন করতে প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরা। জানাগেছে, এরই মধ্যে ১০ লাখ মানুষ এই তথ্য নিবন্ধন করেছে।
https://www.youtube.com/watch?v=x798Lg4RxQM&t=17s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
