গত ২১ শে মার্চ ওমানের মাস্কাটের নিকটবর্তী আল সিব নামক শহরে মোঃ মঞ্জুরুল আলম (২৫) নামে এক প্রবাসী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
মৃত মঞ্জুরের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের হাজির পুকুর পাড়। আলী আহমদের একমাত্র ছেলে মঞ্জুরুল আলম ভাগ্য বদলের আসায় দেড় বছর আগে ওমান এসেছিলেন। কাজ করতেন বাংলাদেশী মালিকানাধীন একটি প্রতিষ্ঠানে।
অমানুষিক পরিশ্রম করিয়েও ঠিকমতো বেতন দূরের কথা ৩ বেলা খাবার ও দিতেন না এমন অভিযোগ পরিবারের। এক প্রকারের জিম্মি করে রাতদিন কাজ করানো হতো মঞ্জুরুলকে দিয়ে।
মালিকের নির্যাতন সইতে না পেরে অবশেষে গত রবিবার নিজ বাসার ফ্যানের সাথে রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি এমন দাবী পরিবার এবং ওমানে কর্মরত নিহতের বন্ধুদের।
ঘটনাস্থল থেকে প্রবাসীরা জানিয়েছেন, আল সিব বাজারের মোজাম্মেল নামে এক বাংলাদেশী ব্যবসায়ীর হার্ডওয়ারের দোকানে চাকরি করতেন নিহত মঞ্জু। বছর দেড়েক আগে মোজাম্মেলের দোকানের জন্য মঞ্জুকে ভিসার টাকা বাকিতে রেখেই ওমান আনেন। মাসে মাসে ভিসার টাকা কেটে রাখার কথা বলে বেতনের সব টাকা নিয়ে নিয়ে নিতো মোজাম্মেল এমন অভিযোগ নিহতের পরিবারের।

মঞ্জু আত্মহত্যা করার একদিন আগেও কথা হয় তার এক বন্ধুর সাথে। সেই রেকর্ডটি এসেছে প্রবাস টাইমের কাছে। উক্ত কল রেকর্ডে মঞ্জু তার কষ্টের কথা বন্ধুকে বলার এক পর্যায়ে বলেন, এমনও দিনগেছে সকালে নাস্তা করার টাকাও তাকে দেওয়া হতোনা। না খেয়ে অনাহারে চাকরি করতে হয়েছে। মোজাম্মেলের নির্যাতন থেকে বাঁচতে দেশে চলে আসতে চাইলেও মোজাম্মেল আসতে দেয়নি।
রাতে থাকার জন্য দোকানের গোডাউনের মধ্যেই একটি রুম দিয়েছিলো তাকে। সেখানে তাকে বাহির থেকে তালাবদ্ধ করে রাখা হতো। দোকান আর গোডাউন ছাড়া বাহিরে কোথাও যাওয়ার সুযোগ দিতোনা এমন অভিযোগ মঞ্জুরের মায়ের।
এ ব্যাপারে অভিযুক্ত মোজাম্মেলের সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি। এদিকে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে নিয়ে সেখানে করোনার নমুনা সংগ্রহ করলে তার রিপোর্ট পজিটিভ আসে। ওমান সরকারের নতুন নিয়ম অনুযায়ী, মরদেহে করোনা শনাক্ত হলে দূতাবাসকে অবহিত করে পরিবারের সম্মতির অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে দাফন করা হয়। মঙ্গলবারই (২৩ মার্চ) আমরাত কবরস্থানে প্রশাসনের তত্ত্বাবধানে তার মরদেহ দাফন করা হয়।
শেষ বারের মতো নিজের একমাত্র ছেলের মুখ না দেখতে পেরে বাকরুদ্ধ মা। এটিকে আত্মহত্যা না বলে তাকে হত্যা করা হয়েছে এমন দাবী নিহতের মায়ের। মঞ্জুরের মৃত্যুতে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন তার মা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
