লেবাননের রাজধানী বৈরুতগামী ফ্লাইট স্থগিত করেছে কাতার এয়ারওয়েজ। গতকাল মঙ্গলবার কাতারের জাতীয় এয়ারলাইন্স এ ঘোষণা দেয়। স্থগিত সময়ে বৈরুত থেকেও কোনো ফ্লাইট আকাশে উড়বে না। খবর: পেনিনসুলা কাতার।
এক বিবৃতিতে কাতার এয়ারওয়েজ জানায়, সাময়িকভাবে বৈরুতগামী ফ্লাইট স্থগিত করা হয়েছে। আজ বুধবার পর্যন্ত এ স্থগিতাদেশ থাকবে। এ সময়ে রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের কোনো ফ্লাইট অবতরণ করবে না এবং সেখান থেকে কোনো ফ্লাইট যাত্রা করবে না।
হঠাৎ এ ধরনের সিদ্ধান্তের কারণ হিসেবে লেবাননের চলমান পরিস্থিতি উল্লেখ করেছে সংস্থাটি। বলেছে, আমাদের যাত্রীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বুধবারের পর সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে তারা।
এর আগে জার্মানির লুফথানসা, এয়ার ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ার লাইনসও বৈরুতে ফ্লাইট স্থগিত করেছে। অন্যদিকে ইসরায়েল এবং ইরানের কিছু উড়োজাহাজ যাতায়াত করলেও স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। শুধু উড়োজাহাজ পরিষেবাই নয়; ইসরায়েলের চলমান বিমান হামলার কারণে লেবাননের স্থলপথে যাতায়াতও ব্যাহত হচ্ছে। দক্ষিণ লেবাননের সঙ্গে বৈরুতের সংযোগকারী মহাসড়কে একের পর বোমা ফেলছে ইসরায়েলি বিমান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
