কাতারে কর্মরত প্রবাসীদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্যবিমা। কাতারে অভিবাসীদের নতুন আকামা বা আইডি ইস্যু এবং পুরনো আকামা বা আইডি রিনিউ করতেও লাগবে স্বাস্থ্যবিমা। একই আইন মানতে হবে পর্যটক ভিসায় যারা কাতার আসবেন তাদেরও।
স্বাস্থ্যবীমা থাকলে চিকিৎসার প্রয়োজন হলে অভিবাসী ও পর্যটকরা পাবেন বিনামূল্যে চিকিৎসাসেবা। অসুস্থ অভিবাসীর চিকিৎসার ব্যয় বহন করে ইন্স্যুরেন্সে কোম্পানি। সম্প্রতি এ আইনটি কার্যকরে আলোচনা করেছে কাতারের শুরা কাউন্সিল। এদিকে আইনটি কার্যকর হলে প্রত্যেক প্রবাসী বাংলাদেশির হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্যবিমা করা থাকলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাবেন বলে মনে করেন প্রবাসীরা।
আরো পড়ুনঃ
ভালো কাজের এই প্রতিদান!
ওমান রুটে বিমানের এ কি হাল!
ওমানের সকল ফ্লাইট নিষিদ্ধ করলো যুক্তরাজ্য
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
দাঁড়ি ওয়ালাদের জন্য এক লাখ টাকার অফার ঘোষণা
ফেসবুক প্রতারণা থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান
কাতার প্রবাসী ব্যবসায়ী হাসান মাবুদ বলেন, কাতার সরকারের নতুন নিয়মে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভালো হবে। প্রত্যেক প্রবাসী বাংলাদেশিদের উচিত আইনটি কার্যকর হলে স্বাস্থ্যবিমা করে নেওয়া।
কাতার প্রবাসী দিলীপ কুমার ছোটন বলেন, স্বাস্থ্যবিমা থাকলে প্রবাসী বাংলাদেশিরা বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন। যেহেতু কাতার সরকার আইনটি করতে যাচ্ছে-সেটা আমাদের মেনে চলতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
