ওমানে করোনার কোভিড-১৯ এ গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৯৮জন। যাদের মধ্যে ৫৬জন প্রবাসী এবং ৪২জন ওমানি নাগরিক। এখন পর্যন্ত মোট আক্রান্ত ২,৭৩৫ এবং সুস্থ হয়েছেন ৮৫৪ জন। গত দুইদিনে মৃত্যুর কোনো খবর নাই, তবে এখন পর্যন্ত দেশটিতে ১২জনের মৃত্যু হয়েছে করোনায়। সূত্র: ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়
[the_ad id=”652″]
এদিকে ওমানে নার্সিং পেশার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত পাঁচ দশক ধরে দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নের জন্য নার্সিং পেশার উপর গুরুত্ব দিয়েছে ওমান সরকার। বর্তমানে করোনা পরিস্থিতি মোকাবেলায় এই পেশার সুফল পেয়েছে ওমান বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যান্য স্বাস্থ্য পেশার মতো, নার্সিং পেশাও দেশের একটি গুরুত্বপূর্ণ পেশা। যা একটি দেশের মোট জনসংখ্যার ৬৫ শতাংশের প্রতিনিধিত্ব করে। ওমান সরকার নিজের দেশে প্রাথমিক, মাধ্যমিক ও তৃতীয় স্তরে স্বাস্থ্যসেবার গুণমান বৃদ্ধিতে নার্সিং পেশার প্রতি গুরুত্ব দিয়েছে।
https://www.youtube.com/watch?v=H320x19a9VA
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
