এর আওতায় হামলাকারীরা বাংলাদেশ সরকারের কোভিড-১৯ এর টিকা দিতে নিবন্ধনের জন্য যে ওয়েবসাইট রয়েছে সেটির আদলে ভুয়া ওয়েবসাইট বানিয়ে মানুষকে আকর্ষণ বা ফিশিংয়ের চেষ্টা করে বলে জানানো হচ্ছে।
টিকাদান কর্মসূচিতে নিবন্ধনের জন্য (corona.gov.bd) নামে বাংলাদেশ সরকারের যে ওয়েবসাইট রয়েছে এর আদলে ওই হামলাকারীরা (corona-bd.com/apply) নামে আরেকটি ওয়েবসাইট তৈরি করেছে।

এছাড়া ফোনের আইএমইআই নম্বর যাচাইয়ের জন্য আইএমইআই ইনফো নামে ওয়েব সাইটটির আদলে আইএমইআই টুডে নামে ভুয়া আরেকটি সাইট তৈরি করেছে হামলাকারীরা। এসব সাইট ও ডোমেইনের মাধ্যমে তারা মানুষকে লোডার্যাট নামে ম্যালওয়্যারটি ডাউনলোডে বাধ্য করে। এছাড়া ই-মেইল এবং এসএমএস বা ক্ষুদে বার্তার মাধ্যমেও এই সাইবার হামলাকারীরা ম্যালওয়্যারটি ডাউনলোডে বাধ্য করতে পারে।
আরো পড়ুনঃ
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
ইমো-হোয়াটসঅ্যাপের ভয়ঙ্কর ফাঁদে প্রবাসীরা
প্রতারণা নিয়ে ওমানের কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা জারী
ওমানে শর্ত মেনে কোম্পানি ব্যবস্থায় কোয়ারেন্টাইনের সুযোগ
হাজার কোটি ডলার ব্যয়ে অত্যাধুনিক শহর বানাচ্ছে সৌদি আরব
১) যেকোনো আর্থিক, সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠান সমূহের ওয়েবসাইট ব্যবহার করার সময় বা সেখানে তথ্য প্রদানের সময় ওয়েবসাইটটির URL লিংক সঠিক কিনা নিশ্চিত হয়ে নিন।
২) অপরিচিত বা সন্দেহজনক কোনো ইমেইল/ মেসেজ/ এসএমএস এ আসা URL লিংক ক্লিক করা থেকে বিরত থাকুন।
৪) নিজের প্রোফাইল, প্রতিষ্ঠানের কোন ওয়েবসাইট বা এপ্লিকেশন ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন।
৫) ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের এপস্ বা লিংক ব্যবহারের সময় পর্যাপ্ত সতর্ক থাকুন।
সাইবার স্পেস ব্যবহারে সচেতন হোন, সতর্ক থাকুন। আপনি সাইবার স্পেসে হয়রানি বা কোনো অপরাধের শিকার হয়ে থাকলে নিম্নোক্ত যেকোনো মাধ্যমে যোগাযোগ করে পুলিশের সহযোগিতা নিন।”
ফেসবুক :
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















