ইতিহাসের অন্যতম ভয়াবহ বন্যা দেখল বাংলাদেশ। আক্রান্ত হয়েছে বহু ওমান প্রবাসীর পরিবার। ফোনে না পেয়ে দীর্ঘসময় পরিবার নিয়ে চরম উৎকণ্ঠায় ছিলেন অনেকে।
অনেক ওমান প্রবাসী উপায়ন্তর না দেখে কল করেন প্রবাসীর হেলিকপ্টারে। তাদের মধ্যে সংকট বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে উদ্ধারে যায় হেলিকপ্টারের টিম।
গতকাল শনিবার অপারেশন চলাকালীন খবর পাওয়ার সাথে সাথে এক ওমান প্রবাসীর অন্তঃসত্বা স্ত্রীর সন্ধানে নামে হেলিকপ্টার।
অনেক চেষ্টাতেও সেসময় তাকে আর খুঁজে পাওয়া যায়নি। যদিও এই আপ্রাণ চেষ্টাতেই প্রবাসীর হেলিকপ্টারের কাছে কৃতজ্ঞতা জানান সেই ওমান প্রবাসী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
