নিরাপত্তার কারণ দেখিয়ে রাজধানীর বিভিন্ন ট্রাফিক পুলিশবক্স থেকে পুলিশ সদস্যদের সরিয়ে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ শনিবার (৩ আগস্ট) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, পুলিশ সদস্যদের ‘নিরাপত্তা’ নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন পুলিশ বক্স থেকে ট্রাফিক পুলিশের সদস্যদের সরিয়ে নিয়েছি। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কিছু জায়গায় মোতায়েন করা হয়েছে।
এর আগে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশবক্স ফাঁকা দেখা যায় এবং সড়কেও ট্রাফিক পুলিশ সদস্যদের দেখা মেলেনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
