আবারও যুক্তরাজ্যের নতুন ধরনের করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে ইতালিতে। বেশকিছুদিন ধরে দেশটিতে করোনা পরিস্থিতি কিছুটা কমলেও নতুন করে এই প্রাদুর্ভাব আবারো চিন্তার উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ৪ ফেব্রুয়ারি উত্তর ইতালির কর্জানো শহরে এর উপস্থিতি পাওয়া গেছে। শহরের একটি স্কুলের ২৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩৯ জনের শরীরে এর উপস্থিতি পাওয়া যায়। এ ঘটনার পর উত্তরাঞ্চলের লোম্বার্দিয়া প্রদেশের ব্রেসিয়া প্রভেন্সিতে স্বাস্থ্যকর্মীরা এ ভাইরাসের স্ট্রেন চিহ্নিত করা শুরু করে।
আরো পড়ুনঃ করোনা নিয়ন্ত্রণে নতুন করে কড়াকড়ি আরোপ করলো কাতার
গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে যুক্তরাজ্যের সঙ্গে ইতালির সব ধরনের ভ্রমণ ও যোগাযোগে কড়াকড়ি আরোপ করা হয়। তারপরও এ নতুন ভাইরাস কীভাবে ইতালিতে প্রবেশ করল তা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ডিসেম্বর শেষ সপ্তাহ, ক্রিসমাস ও নববর্ষের ছুটির দিনগুলোতে জনস্বাস্থ্য নিরাপত্তার জন্য ইতালিতে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। সেই সঙ্গে জনগণের যোগাযোগ ও যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়। ফলশ্রুতিতে ইতালিতে করোনা ভাইরাস সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসে। এ সপ্তাহ জুড়ে ইতালির ৯টি অঞ্চলে যে করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণহীন মনে করা হচ্ছে তার জন্য যুক্তরাজ্যের নতুন করোনা স্ট্রেনটির সাদৃশ্য মনে করছেন বিশেষজ্ঞরা। ইতালিজুড়ে কমপক্ষে ১৪টি পরীক্ষায় যুক্তরাজ্যের করোনার নতুন ভাইরাসের অস্তিস্তের প্রকাশ পেয়েছে বলে উল্লেখ করেন বিশেষজ্ঞরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
