মধ্যপ্রাচ্যের ওমানে স্ট্রোক করে মো. রাসেল (২৮) এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৫ জুন) দুপুরের দিকে ওমানের সালালাহ এলাকায় মৃত্যুর এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রবাসী বাংলাদেশির মরদেহ সুলতান কাবুজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহত রাসেল নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহাজাদপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
এদিকে, সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার তাঁর মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















