ওমানের রুই হামেরিয়া এলাকায় নতুন একটি বাংলাদেশি মালিকানার রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে। যেখানে সাধ্যের মধ্যে বাঙালি ঘরানার প্রায় সব খাবারই পাওয়া যাবে।
তবে টুয়েন্টি ফোর সুইটস নামে এই রেস্টুরেন্টের বিশেষত্ব হলো এটি চালু থাকবে দিন রাতের ২৪ ঘণ্টাই…০.১২-০.৪৫ (…৬৩৮)
শুক্রবার বিশেষ দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় রেস্টুরেন্টটির। মনোরম পরিবেশ, অভিজাত সাজসজ্জা এবং উৎকৃষ্ট খাবারের মানে গ্রাহকরা সন্তুষ্ট হবেন বলেই ধারণা প্রবাসীদের।
ভাত মাছের বাঙালি পরিবেশনার সাথে রেস্টুরেন্টটিতে মিলবে বিরিয়ানি, কাচ্চি, কালাভুনাসহ চাহিদাসম্পন্ন প্রায় সকল খাবার। প্রতিষ্ঠানটির কর্ণধার বলছেন, সতেজ, সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনাই তাদের একমাত্র লক্ষ্য।
এছাড়া এর খাবারের মূল্যও সাধ্যের মধ্যে থাকায় ক্রেতারা নিশ্চিন্তে রেস্টুরেন্টটিতে যেতে পারবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
