সামপ্রতিক সময়ে মহাকরোনা পরিস্থিতির কারণে ফ্লাইট বন্ধ হওয়াতে যেসব বিদেশগামী কর্মী দেশে আটকা পড়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের অগ্রাধিকার ভিত্তিতে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।
বুধবার (২৩ ডিসেম্বর) সকালে প্রবাসীকল্যাণ ভবনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বোয়েসেলের আয়োজনে অংশীজনের সেবা কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ মহামারিকালে প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণে মন্ত্রণালয় থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরো উদ্যোগ নেওয়া হবে।’
তিনি জানান, আধুনিক ও বাস্তব দক্ষতা সম্পন্ন কর্মী তৈরির লক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইরে স্পেশালাইজড টিটিসি নির্মাণ করা হচ্ছে। অভিবাসন খাতের উন্নয়নে সব অংশীজনের সম্মিলিত প্রয়াস খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি এসব অংশীজনকে অভিবাসন খাতের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।
আরো পড়ুনঃ ৭ দিন পরেই ওমানে নতুন আইন কার্যকর
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বায়রার সভাপতি বেনজীর আহমেদ এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশীজনদের সেবা কার্যক্রম তুলে ধরেন ওকাপ, ওয়ারবি, বিএনএসকে, আইওএম, ইউনিরক, বোমসা, কর্মজীবি নারী ও রামরুর প্রতিনিধিরা। আলোচনা অনুষ্ঠান শেষে ব্র্যাকের আয়োজনে প্রবাসীদের জন্য সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
