বহির্বিশ্বে করোনাভাইরাস বৃদ্ধি পাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত সতর্কতা হিসেবে ২১ ডিসেম্বর রাত ১১টা থেকে ১ লা জানুয়ারি পর্যন্ত সকল বাণিজ্যিক ফ্লাইট, স্থল পথ ও সমুদ্র পথে আগমন ও বহির্গমন বন্ধ ঘোষণা করেছে।
সোমবার (২১ ডিসেম্বর) কুয়েতে সিভিল এভিয়েশনের এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম আল কাবাস ও আল রাইসহ একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশ করেছে। তবে কার্গো বিমান এই নিষেধাজ্ঞার আওতার বাহিরে রাখা হয়েছে।
আরো পড়ুনঃ ওমানগামী বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বন্ধ
যুক্তরাজ্যে করোনাভাইরাসের অধিক সংক্রামক নতুন একটি ধরন দেখা দেয়ার পর এই সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। ইতিমধ্যেই যুক্তরাজ্যের ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের একাধিক দেশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
