ওমানে স্মরণকালের ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ ওমান টাইম সকাল সাড়ে নয়টার দিকে সোহার এর লিওয়া রোডে এই ভয়াবহ রোড এক্সিডেন্ট এর দুর্ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা গেছে এতে ঘটনাস্থলেই প্রায় ১০ জনের মৃত্যু হয়েছে।

ঘটনাস্থল থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি জানান, রোডের বিপরীত পাশ দিয়ে এসে একটি মালবাহী ট্রাক আট থেকে দশটি গাড়িকে পিষে দেয় । এতে ঘটনাস্থলেই ৮-১০ জন মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

যার মধ্যে ৪ জন ওমানী রয়েছে আর বাকিদের পরিচয় এখনো জানা যায়নি। এদের মধ্যে আহত আরও ১৫-২০ জন কে হাসপাতালে পাঠানো হয়েছে।
বলা হচ্ছে চালক মাতাল অবস্থায় ট্রাকটি চালাচ্ছিলেন। নীল রঙের ট্রাকটির গাড়ির চালক ছিল একজন পাকিস্তানি।

উদ্ধার কাজের সুবিধার্থে ওমান রয়াল পুলিশ হাইওয়ে রোডগুলো বন্ধ করে দিয়েছে। যার ফলে, তীব্র যানজটের দেখা দিয়েছে আশেপাশে রাস্তা গুলোতে।
এদিকে, রয়্যাল ওমান পুলিশ ট্রাকের চালককে আটক করেছে। পুলিশ এর মতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ

ঘটনায় হাইওয়ে রোডগুলো বন্ধ করার কারণে আশপাশের রাস্তাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রবাসী বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















