বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, হজযাত্রীদের সুবিধার্থে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে জেদ্দা ও মদিনায় ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে তারা।
বিমান জানিয়েছে, হজযাত্রীদের পরিবহন ব্যবস্থা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেদ্দা ও মদিনায় পর্যাপ্ত জনবল নিয়োজিত রাখা হয়েছে।
এছাড়া, হজ শেষে মুসল্লিদের দেশে ফিরিয়ে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট ১২৫টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে।
এর মধ্যে জেদ্দা থেকে ঢাকাতে ৭৩টি, জেদ্দা থেকে চট্টগ্রামে ১৫টি, জেদ্দা থেকে সিলেটে দুইটি, মদিনা থেকে ঢাকা ২২টি, মদিনা থেকে চট্টগ্রামে নয়টি ও মদিনা থেকে সিলেটে চারটি ফ্লাইট পরিচালনা করা হবে।
ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার থেকে হজ ফ্লাইট শুরু হবে। এর আগে, বুধবার আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক মো. আল মাসুদ খান বলেন, এবার ঢাকায় হজ অফিসে বিমান বোর্ডিং এবং ইমিগ্রেশন কাউন্টারে পর্যাপ্ত জনবল নিয়োজিত রাখা হয়েছে।
ঢাকা হজ অফিসে বিমানের সেলস কাউন্টারে ব্যালটি হজযাত্রীদের টিকেট ইস্যু এবং নন-ব্যালটি যাত্রীদের টিকিট সংক্রান্ত সমস্যার সমাধানের জন্যও সুবিধা রাখা হয়েছে।
তিনি বলেন, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৬ হাজার ৫২৭ জন হজযাত্রীকে পরিবহন করা হবে। এর মধ্যে ৫০ শতাংশ হজযাত্রীকে পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যার সংখ্যা ৪৩ হাজার ৮৯৯ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
