শিক্ষার্থীদের বড় সুখবর দিয়েছে ওমান সরকার। এখন থেকে আগামী ২ বছর পর্যন্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ বিনামূল্যে বাসে যাতায়াতের সুযোগ পাবেন।
ওমান অন দি লজিস্টিকস পারফরম্যান্স ইনডেক্স- শীর্ষক এক বিশেষ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের শুরুতেই শিক্ষার্থীবান্ধব এই ঘোষণা দেওয়া হয়।
তবে এই সুবিধা কেবল মাস্কাট এবং সালালাহর অভ্যন্তরে এবং সরকারি পরিবহনে পাওয়া যাবে।
এদিকে বৃহস্পতিবার থেকে পরবর্তী ৩ দিন ওমানের নাগরিকেরাও সম্পূর্ণ বিনামূল্যে গন্তব্যে যাতায়াত করতে পারবেন।
সরকারি যানবাহনের ব্যবহার বাড়াতে প্রচারণা বা বিশেষ ক্যাম্পেইনের অংশ হিসেবে সীমিত সময়ের জন্য এই সুবিধা দেওয়া হচ্ছে। তবে এই ক্যাম্পেইনে ৩ দিনের পর আর এই সুবিধা পাবেন না নাগরিকেরা।
বিশেষ এসব প্রচারণা এবং ক্যাম্পেইনের বিষয়ে পরিবহন মন্ত্রী ইঞ্জিনিয়ার সাইদ বিন হামুদ আল মাওয়ালি বলেন, ওমানের লজিস্টিক সিস্টেম একটি পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে।
বিষয়টি দেশের আর্থসামাজিক উন্নয়নের অংশ। তাই এতে সার্বজনীন অংশগ্রহণ খুবই জরুরী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
