এখন থেকে ওমানের মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের বয়সসীমা রইলোনা। যে কোনো বয়সের মুসুল্লিরা মসজিদে যেয়ে নামাজ আদায় করতে পারবেন। আজ দেশটির সুপ্রিম কমিটির সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে এই কথা বলেন ড. আহমদ আল সাইদী। তিনি বলেন, আমরা ধর্ম মন্ত্রীর সাথে আলোচনা করে মসজিদে প্রবেশের বয়সসীমা তুলে নিয়েছি। তবে মুসুল্লিদের অবশ্যই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে।
আরো পড়ুনঃ সুলতান কাবুস ছিলেন একজন মহা নায়ক
উল্লেখ্য: ইতিপূর্বে ওমানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নাগরিক ও প্রবাসীদের সুরক্ষার জন্য মসজিদে প্রবেশের ক্ষেত্রে শিশু ও বয়স্কদের বিধি নিষেধ আরোপ করেছিলো দেশটির সুপ্রিম কমিটি। দেশটিতে বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে আজথেকে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলো কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
