কাতারে নির্মাণ কাজ করতে গিয়ে তিন তলা ছাদ থেকে পড়ে আবু হানিফ নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বাংলাদেশ সময় দুপুর ২ টায় কাতারে এ ঘটনা ঘটে।
হানিফ কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ বকসচৌকিদার পাড়া এলাকার রফিক আহমদের ছেলে।
পরিবার জানায়, ৬ মাস আগে আবু হানিফ শ্রমিক ভিসায় কাতারে পাড়ি জমায়।
বুধবার মাচাংয়ের উপর দাড়িয়ে বিল্ডিংয়ের নির্মাণ কাজ করছিল হানিফ। এ সময় বাতাসে মাচাং নড়ে উঠলে তিন তলা থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নুরুল আজিম জানান, কাতারে নির্মাণ কাজ করে গিয়ে আবু হানিফের মৃত্যু হয়, তার লাশ বর্তমানে কাতারের একটি হাসপাতালে রয়েছে, সব কাগজ পত্র ঠিক হলে ২ সপ্তাহের মধ্যে তার মরতেহ দেশে আনা হতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
