চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ ওমানের মাস্কাট, সালালাহ ও সোহার আন্তর্জাতিক বিমানবন্দর এবং দুকুম বিমানবন্দর দিয়ে ৩ মিলিয়নের অধিক যাত্রী যাতায়াত করেছে বলে জানিয়েছে ওমানের জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্র।
আজ প্রকাশিত তথ্য অনুসারে ২০২০ সালের সেপ্টেম্বর নাগাদ ৩৯ লাখ ৮ হাজার ২৮৯ জন যাত্রী বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াত করেছে। এরমধ্যে আগমন, প্রস্থান এবং ট্রানজিট যাত্রীদের সংখ্যাও উল্লেখ করা হয়েছে।
আরো পড়ুনঃ ইতালির নতুন ভিসা প্রত্যাশীদের দুয়ার খুললো
পরিসংখ্যানের দেওয়া তথ্য অনুযায়ী ২৮ হাজারের বেশি ফ্লাইট পরিচালনা করেছে দেশটির ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর। জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্র জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ মাস্কাট, সালালাহ এবং সোহার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮ হাজার ৪৫৫ টি ফ্লাইট পরিচালনা করেছে ওমান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
