আঞ্চলিক পৌরসভা ও ওয়াটার রিসোর্স মন্ত্রণালয়ের সমন্বয়ে ওমানের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করেছে দ্যা রয়েল ওমান পুলিশ। করোনাভাইরাস সতর্কতায় সরকারের নির্দেশনা মানছে না এমন প্রতিষ্ঠানকে জরিমানা করার উদ্দেশ্যে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওমানের বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে।
শুক্রবার ওমানের সরকারী যোগাযোগ কেন্দ্রের (জিসি) অনলাইনে জারি করা এক বিবৃতিতে জানায়, “অভিযানে দুটি দোকানে জরিমানা করা হয়েছে। এর একটি আবায়া (বোরকা) বিক্রির দোকান ও অন্যটি মহিলাদের পোশাক সেলাইয়ের দোকান।” জিসি জানায়,” এছাড়াও বেশকয়েকটি মোবাইলের দোকানে জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যবিধি না মেনে কেউ দোকান পরিচালনা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ।
বিবৃতিতে আরও বলা হয়, “করোনাভাইরাস মোকাবেলায় সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। দেশটিতে প্রায় ৪০ ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দোকান পুনরায় খুলে দেওয়া হয়েছে। তবে যেসকল প্রতিষ্ঠান বা দোকান খোলা হয়েছে তাদের অবশ্যই সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে দোকান বা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে।
উল্লেখ্য: গত এক সপ্তাহে ওমানের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়েছে রয়্যাল ওমান পুলিশ। এসময় বাসা বাড়িতে সেলাইয়ের কাজ, কনস্ট্রাকসনের জিনিসপত্র রাখা ও সুপ্রিম কমিটির নিয়ম না মেনে ব্যবসা পরিচালনা করার অপরাধে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করা হয়। এসময় কয়েকজনকে আটক ও করে রয়্যাল ওমান পুলিশ। সেইসাথে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সিলগালা ও করে দেওয়া হয়।
https://www.youtube.com/watch?v=H320x19a9VA
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
