ওমানের রাজধানী মাস্কাটের একটি এলাকা থেকে জাল টাকা প্রস্তুতকারী চক্রের মূল হোতাসহ ২ জনকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ।
সম্প্রতি এক বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানায় পুলিশ। চক্রের সদস্যরা শুধু ওমানি রিয়ালই নয়, বিভিন্ন দেশের মুদ্রারও জাল নোট তৈরি করত।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে এই নোটের বেচাকেনা করত।
ছাপানো এসব জাল নোট বিক্রির জন্য তারা বিভিন্ন মাধ্যমে মানুষের সাথে যোগযোগ করত। পরে নির্দিষ্ট ঠিকানায় নোট পৌঁছে দিত চক্রের সদস্যরা।
ঈদ উপলক্ষে জাল নোটের চাহিদা বেড়ে যাওয়ায় জাল নোট সরবরাহও বেড়ে যায়।
গ্রেপ্তার ব্যক্তিদের ২ জনই প্রবাসী বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















