ওমানে আজ সম্ভাব্য শবে কদর বা ইসলামের সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত। শনিবার সূর্যাস্তের পর থেকেই ২৭ রমজানের রাত শুরু হয়।
বিজোড় রাত হিসেবে শবে কদরের তালাশে নামেন প্রবাসীসহ ধর্মপ্রাণ মুসলমানরা। বিভিন্ন হাদিসের বর্ণনা অনুযায়ী, রমজানের শেষ দশকের প্রত্যেক বিজোড় রাতেই শবে কদরের সম্ভাবনা রয়েছে।
শবে কদরে পবিত্র কোরআন নাজিল হয়েছে। এর সম্মানে ‘সুরাতুল কদর’ নামে একটি পূর্ণাঙ্গ সুরাও আছে। এই মহান রাতে গুরুত্বের সঙ্গে নামাজ-দোয়া ও জিকির-আজকারসহ প্রত্যেকটি নেক আমলের সীমাহীন ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে।
প্রিয়নবী (স.) বলেন, ‘যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় কদরের রাতে ইবাদতের মধ্যে রাত জাগবে, তার আগের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে’। যদিও কদরের রাতটির কথা নবীজির অন্তর থেকে উঠিয়ে নেওয়া হয়, ফলে তিনি সেটি ভুলে যান।
এছাড়া কদরের রাত জোড় রাতের চেয়ে বিজোড় রাতে হওয়ার সম্ভাবনা বেশি। আবার বিজোড় রাতগুলোর মধ্যে ২৭ রমজান এগিয়ে।
যদিও আল্লাহ ভীরুরা শেষ দশকের প্রতিটি রাতকেই কদরের রাত মনে করে ইবাদত করে থাকেন। তারপরেও ২৭ রমজান ঘিরে মুসল্লিদের মধ্যে ইবাদত বন্দেগিতে বাড়তি আগ্রহ তৈরি হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















