সৌদি রেড সি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (আরএসআই) তার উদ্বোধনী আন্তর্জাতিক ফ্লাইট শুরু করতে যাচ্ছে আগামী ১৮ এপ্রিল। এটি দুবাই এবং আরএসআই-এর মধ্যে সপ্তাহে দুইবার-সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করবে।
সৌদি আরবের পশ্চিম উপকূলে এ নতুন বিমান বন্দর প্রতি সপ্তাহে আটটি নিয়মিত ফ্লাইটের সুবিধা দেব যা এই অঞ্চলে একটি মূল পরিবহন কেন্দ্র হিসাবে এর ভূমিকাকে আরও শক্তিশালী করে।

রেড সি গ্লোবালের গ্রুপ সিইও জন প্যাগানো বলেন, ২৫ কোটি লোকের তিন ঘন্টার মধ্যে আরএসআই এর কৌশলগত অবস্থানে সংযোগ এবং বার্ষিক ১০ লাখ অতিথিকে বিমান যাতায়াতের সুযোগ দেবে।
তিনি সৌদি আরবকে মধ্যপ্রাচ্যের একটি শীর্ষ বৈশ্বিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে নতুন এই বিমান বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিমান বন্দরের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মাইকেল হোয়াইট উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, যাত্রী ও এয়ারলাইনগুলিকে একইভাবে ব্যতিক্রমী পরিষেবা প্রদানের প্রতি তাদের প্রতিশ্রুতি দেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















