মালয়েশিয়ায় ইংরেজি ও আরবি অক্ষরে ‘আল্লাহ’ লেখাযুক্ত পায়ের মোজা বিক্রি করা হচ্ছে । দেশজুড়ে মুসলিমদের তীব্র সমালোচনা ও নিন্দার মুখে পড়েছে দেশটির জনপ্রিয় চেইন শপ ‘কে কে সুপারমার্ট’কোম্পানি। দ্রুত এই মোজা বাজার থেকে প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানিয়েছেন মুসলিমরা। একই সঙ্গে কে কে মার্টকে বয়কট করারও আহ্বান জানানো হয়েছে।
এর আগে কুয়ালালামপুরের বন্দর সানওয়ের কে কে সুপারমার্ট এর শাখায় আল্লাহ শব্দ সম্বলিত মোজা বিক্রির দৃশ্যটি একজন স্বাধীন প্রচারক, ফিরদৌস ওয়াং ওয়াই হাংয়ের নজরে আসে।
এরপর তিনি এক ফেসবুক পোস্টে বিষয়টি কর্তৃপক্ষের কাছে তদন্তের দাবি জানান। পরে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠলে, কে কে সুপারমার্ট ক্ষমা চেয়ে একটি বিবৃতি প্রদান করে।
বিবৃতিতে বলা হয়, মোজার বিষয়টি উল্লেখ করে কে কে সুপারমার্ট কোম্পানি মিরানোসক ব্র্যান্ডের মোজা আবিষ্কার করার জন্য মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইছে।
সেই সঙ্গে মোজা সরবরাহকারী সংস্থা জিন জিয়ান চ্যাং এসডিএন বিএইচডি এর অ্যাকাউন্ট বন্ধ করে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
মালয়েশিয়ান মুসলিমরা বলছেন, পায়ের মোজায় ‘আল্লাহ’ লিখে ইসলামের অবমাননা করেছে। এটা মুসলিমদের জন্য অসম্মানজনক এবং চরম অবমাননাকর। একই সঙ্গে ইসলামের জন্য অবমাননাকর বলেও মন্তব্য করেন তারা।
এদিকে, দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী (কেডিএন) দাতুক সেরি শামসুল আনোয়ার নাসারাহ জানান, এই বিষয়ে ক্ষমা চাওয়া সত্ত্বেও ‘আল্লাহ’ লেখা মোজা বিক্রির বিষয়ে তদন্ত চালিয়ে যাওয়া হবে। কেডিএন এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে বলেও জানান মন্ত্রী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
