সোমবার সন্ধ্যায় ওমানের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই আজ মঙ্গলবার থেকে ওমানে রোজার প্রথম দিন।
অন্যদিকে সৌদি আরবে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যাওয়ায় সোমবার থেকেই রমজান শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশ আমিরাত ও কাতারেও এদিন রোজা শুরু হয়। তবে এর থেকে ব্যতিক্রম ছিলো ওমান। দেশটির চাঁদ দেখা কমিটি রোববার তালাশ করেও আকাশে চাঁদ দেখতে পায়নি।
মূলত চাঁদ দেখার ওপর নির্ভর করেই ইসলামিক মাসগুলো ২৯ বা ৩০ দিনে হয়। চাঁদ দেখা যাওয়ায় সৌদি, কাতার ও আমিরাতে হিজরি ক্যালেন্ডারের শাবান মাস ২৯ দিনে শেষ হয়েছে। তাই রোববার রাতেই তারাবি নামাজ পড়া হয়। এরপর সোমবার ভোরে সেহরি খেয়ে প্রথম সাওম শুরু করেন দেশগুলোয় বসবাসরত মুসলিমরা। তবে প্রবাসী অধ্যুষিত ওমানে বাংলাদেশের সাথে একইদিন অর্থাৎ মঙ্গলবার সাহরী করে সাওম পালন করছেন নাগরিক ও প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
