সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৫৭৮ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছে। ১ লক্ষ ৪০ হাজার টেস্টের বিপরীতে রেকর্ড সংখ্যক আক্রান্তের পাশাপাশি ১৫৫০ জন সুস্থ ও ২ জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ১২.১ মিলিয়নেরও অধিক কোভিড-১৯ টেস্ট সম্পন্ন হয়েছে। এর মধ্য সর্বমোট ১২০৭১০ জন আক্রান্তের বিপরীতে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১১৩৩৬৪ জন এবং রোগী মৃত্যু বরণ করেছে ৪৭৪ জন।
আরো পড়ুনঃ রহস্যময় ওমানের সুলতান
এদিকে দেশটিতে চীনা কোম্পানির ভ্যাকসিন প্রাথমিক পরীক্ষায় নিরাপদ ঘোষণার পর দেশটিতে নিযুক্ত করোনাভাইরাসের ফ্রন্টলাইন কর্মীদের প্রয়োগ করা হবে। তারই ধারাবাহিকতায় দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। স্বাস্থ্যমন্ত্রী জানান খুব শীঘ্রই ভ্যাকসিন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
আরো দেখুনঃ ইউরোপ যাওয়ার নিরাপদ রুট ওমান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
