মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস আগামী এক বছরের মধ্যে কোম্পানির ৫০ মিলিয়ন শেয়ার বিক্রি করার পরিকল্পনা করেছেন। এই পরিকল্পনার অংশ হিসেবে তিনি চলতি সপ্তাহে অ্যামাজনের ২ বিলিয়ন ডলার মূল্যের ১২ মিলিয়ন শেয়ার বিক্রি করেছেন।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সপ্তাহে অ্যামাজনের ১২ মিলিয়ন শেয়ার বিক্রি করেছেন জেফ বেজোস। ২০২১ সালের পর এইবারই প্রথম কোম্পানিটির স্টক বিক্রি করেছেন এই ধনকুবের।
কোম্পানিটির একটি ফাইলিংয়ের বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, বুধবার (৭ ফেব্রুয়ারি) এবং বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ২ বিলিয়ন ডলার মূল্যের ওই শেয়ারগুলো বিক্রি করা হয়।
গত ২ ফেব্রুয়ারি কোম্পানিটি জানায় যে, অ্যামাজানের প্রতিষ্ঠাতা জেফ বেজোস আগামী এক বছরের মধ্যে অনলাইন রিটেল ও ক্লাউড পরিষেবা কোম্পানিটির ৫০ মিলিয়ন শেয়ার বিক্রি করবেন। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর ১৭১ দশমিক ৮ ডলার হিসাবে ওই পরিমাণ শেয়ারের মূল্য ৮ দশমিক ৬ বিলিয়ন ডলার।
অর্থাৎ, যে শেয়ারগুলোর ওপর ভর করে তিনি বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তির স্থান দখল করে বসে আছেন, সেই শেয়ারগুলোই নগদায়ন করছেন জেফ বেজোস। শনিবার (১০ ফেব্রুয়ারি) এ প্রতিবেদন লেখার সময় অবধি ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের তথ্য অনুসারে, তার মোট সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন ডলার।
এর আগে ২০০২ সালের পর থেকে রেকর্ড ৩০ বিলিয়ন ডলার মূল্যের শেয়ার বিক্রি করেছে অ্যামাজন। যার মধ্যে কেবল ২০২০ এবং ২০২১ সালেই সম্মিলিতভাবে বিক্রি করা হয়েছে প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের শেয়ার। প্রথমিকভাবে তিনি তার শেয়ারগুলো উপহার হিসেবে অনেক প্রতিষ্ঠানকে দিয়েছেন।
এতে গত নভেম্বর মাসে প্রায় ২৩০ মিলিয়ন ডলার মূল্যের শেয়ার একটি অলাভজনক সংস্থাকে দেয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। এ বিষয়ে জানতে অ্যামাজনের একজন মুখপাত্রের সঙ্গে ব্লুমবার্গের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
