গ্ৰিসের এথেন্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশী মা ও শিশু-কিশোরদের ফ্রি অনুপ্রেরণা মূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মাইগ্রেশন বাংলার আয়োজনে সাংবাদিক কামরুজ্জামান ভূইয়ার সভাপতিত্বে প্রদীপ কুমার সরকারের সঞ্চালনায় ওয়ার্কসপ করান ইংলেন্ড থেকে আগত তানজিলা জামান। এতে উপস্থিত ছিলেন গ্রিসের সিনিয়র সাংবাদিক জাকির হোসেন চৌধুরী মুন্না, গ্রিক বাংলা প্রেস ক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক শিমুল সৈকত ও আলম মাহমুদ এবং গ্রিক বাংলা প্রেসক্লাবের সদস্য শাহ জামাল রুবেল প্রমূখ।
ওয়ার্কশপের প্রতিপাদ্য বিষয় ছিল সন্তানকে সহজে ও আনন্দের সাথে কিভাবে বাংলা শিখানো, সন্তানের সাফল্য ও হ্যাপি ক্যারিয়ার তৈরির লক্ষ্য কি ভাবে বাস্তবে তা অর্জন করা যায়। জীবনে নানাবিধ সমস্যা, মানসিক কষ্ট কিংবা লক্ষ্য অর্জনে ব্যর্থতাকে কিভাবে সহজ ভাবে কাটিয়ে উঠে নিজেকে সফল করা ও নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নারী নেত্রী আমেনা জাহান রিনা ও নীলা রহমা, দিনা উম্মে হাবিবা, নাসিমা সরকার, মহুয়া মুক্তা, মিলি সহ অনেকে।
উক্ত অনুষ্ঠানে তানজিনা জামান বলেন, গ্ৰিসে মা ও শিশুদের নিয়ে একটি সুসংগঠিত ভাবে কাজ করার উদ্যোগ নিতে চাই এবং তার এই উদ্যোগকে সকল উপস্থিতিরা তাকে আশ্বাস প্রদান দেন এবং তারাও কিভাবে নিজেরা এবং অন্য মা ও শিশুদের নিয়ে কাজ করা যায় সে বিষয়ে সবাই একমত প্রকাশ করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
