রাজশাহীর বাঘায় গরুর মাংসের দাম নিয়ে প্রতিদ্বন্দ্বিতার জের ধরে মামুন হোসেন নামে এক মাংস ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে আরেক ব্যবসায়ী খোকন হোসেনের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন হোসেন এবং খোকন হোসেন সম্পর্কে মামাতো ফুপাতো ভাই। রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী হাটে তারা একসঙ্গে মাংস ব্যবসা করতেন। কিছুদিন আগে তারা ব্যবসা আলাদা করেন।
শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে হাটে গরু জবাই করে ৬৫০ টাকা কেজি দরে মাংস বিক্রি করছিলেন মামুন। তার পাশেই খোকন হোসেন গরুর মাংস বিক্রি করছিলেন ৭০০ টাকা দরে।
নিহত মামুন হোসেন। ছবি: সংগৃহীতকেন কম দামে গরুর মাংস বিক্রি করছে- এটা নিয়ে মামুনের সঙ্গে খোকনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে খোকন তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে মামুনকে কুপিয়ে জখম করে। পরে হাটের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয়।
খোকন হোসেনের দোকানের কর্মচারি আবদুস সালাম বলেন, ‘খোকন ও মামুন দুজন পাশাপাশি মাংস বিক্রি করছিলেন। খোকন ৭০০ টাকা এবং মামুন ৬৫০ টাকা প্রতি দলে মাংস বিক্রি করছিলেন। এ নিয়ে তর্কবির্তকের এক পর্যায়ে হাটের শতশত মানুষের সামনে প্রকাশ্যে কুপিয়ে মামুনকে হত্যা করে খোকন। নিহত মামুন হোসেন আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মরদেহ রাজশাহী মেডিকল কলেজ হাসপাতালে রয়েছে। খোকন পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
