বাংলাদেশ থেকে আকাশ পথে বিদেশগামী সকল যাত্রীদের জন্য করোনাভাইরাসের পরীক্ষা করাতে ১৬টি কেন্দ্র নির্ধারিত করে দিয়েছে সরকার। এসব কেন্দ্র থেকে করোনাভাইরাসের পরীক্ষার নেগেটিভ সনদ নিয়ে তবেই বিমানে ওঠা যাবে। গত তেইশে জুলাই থেকে বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া সকল বিমান সংস্থার যাত্রীদের ক্ষেত্রে এই সনদ বাধ্যতামূলক করেছে সরকার।
সরকারি নির্দেশ অনুযায়ী ১৬ টি সরকারি হাসপাতাল/প্রতিষ্ঠানে কোভিড পরীক্ষা করাতে হবে। সেক্ষেত্রে যাত্রার ৭২ ঘণ্টা বা তিন দিন আগের কোনো নমুনা সংগ্রহ করা হবে না বলে জানানো হয়েছে। এবং যাত্রার ২৪ ঘণ্টা পূর্বে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে বলেও জানানো হয়েছে উক্ত নির্দেশনায়। বিমানের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনাবলীর মধ্যে রয়েছে:
১। যাত্রার ৭২ ঘণ্টার পূর্বে কোন নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘন্টা পূর্বে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে;
২। নমুনা প্রদানের সময় পাসপোর্টসহ যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন করতে হবে।
৩। কোভিড-১৯ পরীক্ষার নিমিত্তে নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা প্রদান করবেন;
৪। নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন।
৫। বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
আরো পড়ুনঃ আর মাত্র ৮দিন পরেই খুলছে ওমানের এয়ারপোর্ট
সরকার নির্ধারিত ১৬ টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে:
১. শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল (এসবিএমসি)
২. বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজেস, চট্টগ্রাম
৩.কক্সবাজার মেডিকেল কলেজ
৪. কুমিল্লা মেডিকেল কলেজ
৫. ন্যাশনাল ইনস্টটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, ঢাকা
৬. ইস্টউটিট অব পাবলিক হেলথ, ঢাকা
৭. ন্যাশনাল ইনস্টটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন, ঢাকা
৮. নারায়ণগঞ্জ তিনশ শয্যা হাসপাতাল
৯. খুলনা মেডিকেল কলেজ
১০. কুষ্টিয়া মেডিকেল কলেজ
১১. ময়মনসিংহ মেডিকেল কলেজ
১২. শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া
১৩. রাজশাহী মেডিকেল কলেজ
১৪. এম আবদুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর
১৫. রংপুর মেডিকেল কলেজ
১৬. সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ
ইতিমধ্যেই প্রবাসীদের করোনা পরীক্ষার ফি ৩০০০ থেকে কমিয়ে বর্তমানে ১৫০০ টাকা করেছে বাংলাদেশ সরকার।
আরো পড়ুনঃ ওমানের শ্রম বাজারে ধ্বস

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।





















