ওমান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ওসিসিআই) বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, করোনাভাইরাস মোকাবেলায় প্রায় একমাস বন্ধ থাকার পর লকডাউন কিছুটা শিথিল করে দেশটিতে বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দোকান খুলে দেওয়া হয়েছে। তবে পর্যায়ক্রমে আরো কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দোকান খোলা উচিত বলে মনে করছে ওসিসিআই।
ওসিসিআই’র সদস্য রেধা বিন জুমা আল সালেহের মতে, যে সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি দেশটির সুপ্রিম কমিটির নির্দেশনা অনুযায়ী পুনরায় তাদের কাজ শুরু করেছে, তারা যেনো নিরাপদ ও সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলে। অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, “মহামারী মোকাবেলার জন্য যে সতর্কতামূলক ও স্বাস্থ্য ব্যবস্থা মেনে বাণিজ্যিক প্রতিষ্ঠান বা দোকান খোলার সুযোগ দিয়েছে সরকার তা মানা প্রত্যেকের দায়িত্ব। এভাবে চলতে থাকলে ওসিসিআই সরকারের কাছে আরো প্রতিষ্ঠান ও দোকান খোলার আহ্বান জানাবে।
আরও পড়ুনঃ ‘ওমানে পর্যায়ক্রমে আকাশপথ খুলে দেওয়া হবে’
ওসিসিআই’র এই সদস্য আরো বলেন “আমরা দেশে বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দোকান খুলে দেওয়ার প্রতি সমর্থন করি। আমরা বুঝতে পেরেছি যে পুরো মাস লকডাউন থাকায় দেশটির ব্যবসায়ীরা একটি বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাই সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আমাদের অবশ্যই সরকারের নির্দেশ মেনে চলতে হবে।
লকডাউন শিথিল করে বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দোকান খুলে দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে ওসিসিআই। তারা আশা করে লকডাউন আরো শিথিল করে দেশটির আরো কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দোকান খুলে দিবে সরকার। তবে এই জন্য অবশ্যই সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কারণ দেশ এখনো করোনা ভাইরাস মুক্ত হয়নি। তাই আমরা সর্তক না হলে যেকোনো সময় এই ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাবে ওমানে।
https://www.youtube.com/watch?v=_2LZqIFmTp4
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
