ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ওমানের সুলতান হাইথাম বিন তারিক ভারতের মহাকাশ ও ড্রোন প্রযুক্তিতে মুগ্ধ। ওমানের সুলতান সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে ভারতের মহাকাশ ও ড্রোন প্রযুক্তিতে মুগ্ধ হয়েছেন।
গত শুক্রবার (১৫ ডিসেম্বর) তিন দিনের সফরে দিল্লি আসেন সুলতান। ওইদিনই সুলতানের সঙ্গে সাক্ষাৎ করেন জয়শঙ্কর। আলোচনায় সুলতান দুই দেশের কৌশলগত অংশীদারত্বকে আরও গভীর করার কথা বলেন। এ নিয়ে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্টও দেন তিনি।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর বিন হামাদ বিন হামুদ আল বুসাইদি এক বিবৃতিতে বলেন, সুলতানের ভারত সফর একটি বড় মাইলফলক স্থাপন করেছে। ঐতিহাসিক সম্পর্কের ওপর নির্ভর করে সফরটি দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে ইতিবাচক পর্যায়ের পথ উন্মুক্ত করবে। বিশেষ করে দুই বন্ধুপ্রতীম দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিনিময় এবং সহযোগিতা জোরদারে যৌথ অঙ্গীকারও প্রকাশ করে দেশ দুটি।
গত শনিবার (১৬ ডিসেম্বর) ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুলতানের সম্মানে এক ভোজসভার আয়োজন করেন। একইদিন সুলতানের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারা দুই দেশের সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে মোদি লেখেন, ওমানের সুলতানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রতিনিধি পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী মোদি এবং সুলতান নতুন ‘ভারত-ওমান যৌথ দৃষ্টিভঙ্গি’ গ্রহণ করেন, যার অধীনে উভয় দেশ ১০টি ভিন্ন ক্ষেত্রে কাজ করবে।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সুলতানের বৈঠক অর্থনীতি, প্রযুক্তি, জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সম্পর্ককে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে ওমান-ভারতের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির ওপর জোর দেয়। এই পদক্ষেপ দুই দেশ এবং এই অঞ্চলের জন্য সুফল বয়ে আনবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















