সিলেটের উপশহর পয়েন্টে পুনরায় কার্যক্রম শুরু করেছে কাতার ভিসা কেন্দ্র। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) থেকে এ সেন্টার চালু করা হয়। ভিসা সেন্টারে যাওয়ার জন্য প্রয়োজনীয় অ্যাপয়েন্টমেন্ট ভিসা কেন্দ্রের ওয়েবসাইটের মাধ্যমে সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে। সিলেটের কাতার ভিসা কেন্দ্রটি খোলা থাকবে রবিবার থেকে বৃহস্পতিবার, সকাল ৮:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত।
ভিসা কেন্দ্রটি চালু হওয়ার ফলে একজন কর্মী কাতার যাওয়ার আগে দেশে বসেই ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এমনকি দেশটিতে যাওয়ার সময়ই ওয়ার্ক পারমিট সঙ্গে নিয়ে যেতে পারবেন। এরপর ওই কর্মীর দায়িত্ব হবে শুধু কাতারে গিয়ে নির্দিষ্ট কোম্পানিতে কাজে যোগদান করা।
ফলে কাতারের শ্রমবাজারে হয়রানি ও প্রতারণা থেকে বাঁচবেন কর্মীরা। এই পদ্ধতি চালুর ফলে চিহ্নিত জনশক্তি ব্যবসায়ীর সমন্বয়ে গড়ে ওঠা কাতারের ভিসা ট্রেডিং সিন্ডিকেটের দৌরাত্ম কমবে বলে আশা করছেন কাতার গমনেচ্ছুক যাত্রীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
