ওমান সরকারের কটঘোর পদক্ষেপের কারণে অবশেষে নিয়ন্ত্রণে এসেছে দেশটির করোনা পরিস্থিতি। ইতিমধ্যেই ওমানের আইসোলেশন সেন্টার গুলিতে নতুন করোনা রোগী শূন্যের কোঠায় চলে এসেছে বলে জানিয়েছে দেশটির সরকারী যোগাযোগ কেন্দ্র (জিসিসি)।
আরো পরুনঃ ওমানে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট চলাচল
জিসিসির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশটির আইসোলিশন কেন্দ্রগুলি ভর্তি সংখ্যা বর্তমানে শূন্যের কোটায়। জিসিসির বিবৃতি অনুযায়ী ওমানের সকল প্রদেশে সক্রিয় ২৯ টি আইসোলেশন সেন্টার রয়েছে। সর্বশেষ আপডেট অনুসারে সবগুলো সেন্টারেই ভর্তি নাগরিকের সংখ্যা শূন্যের কোটায়।” জানাগেছে, ওমানে মহামারী শুরুর পর থেকে দেশটির মোট ৮১ টি আইসোলেশন সেন্টার করা হয়েছিলো এবং উক্ত সেন্টার গুলোতে মোট ৯৮৮৮ জন রোগী ভর্তি ছিলো।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
