সাম্প্রতিক সময়ে ওমানে শ্রম বিধি লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হওয়া প্রবাসীর সংখ্যা হু হু করে বাড়ছে। সদ্য সমাপ্ত নভেম্বরে কেবল ধোফার গভর্নরেট থেকেই ২৬২ জন প্রবাসী শ্রমিক শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হয়েছেন। শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে ওমান পুলিশ এবং স্থানীয় পর্যায়ে অন্যান্য কর্তৃপক্ষের সহযোগিতায় দেশজুড়েই বিশেষ অভিযান চলমান রয়েছে।
এক বিবৃতিতে শ্রম মন্ত্রণালয় বলছে, নভেম্বর মাসজুড়ে শ্রমিক জমায়েত, বেসরকারি সেক্টর এবং প্রবাসীদের বাসাবাড়িতে ধোফার শ্রম বিভাগের চালানো একাধিক অভিযানে ২৬২ প্রবাসী শ্রমিক গ্রেপ্তার হয়েছেন। এরমধ্যে কর্মক্ষেত্রে আইন লঙ্ঘন করায় ১০৩ জন শ্রমিককে স্বয়ং নিয়োগকর্তা ছাঁটাই করেছে। আর একই দায়ে নিজ থেকে কাজ ছেড়ে চলে গিয়েছিলেন ৯১ জন শ্রমিক। এছাড়া গোপন ব্যবসা এবং ভিক্ষাবৃত্তিতে জড়িয়েও অনেকে জেলহাজতে গেছেন।
একই সময়ে অনৈতিক কাজসহ বিভিন্ন অপরাধকাণ্ডে জড়িয়ে বাংলাদেশিসহ শতাধিক প্রবাসী গ্রেপ্তার হয়েছেন। তাদের বিরুদ্ধে অবৈধভাবে মাছ শিকার, কেবল চুরি, জুয়া খেলা, মাদক পাচার এবং পতিতাবৃত্তির মত অভিযোগ আনা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
