বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তুষারপাতের কারণে রানওয়ে বন্ধ হয়ে যাওয়ায় ফ্লাইট পরিচালনা সম্ভব হচ্ছে না। এছাড়াও বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাটের কারণেও ফ্লাইট বাতিল করা হয়েছে। অসংখ্য মানুষ বিমানবন্দর ও রেলস্টেশনে আটকে দুর্ভোগ পোহাচ্ছে।
জার্মানির সরকারি রেলওয়ে কোম্পানি ডয়চে বান অধিবাসীদের সতর্ক করে বলেছে, তুষারপাতের কারণে মঙ্গলবার (৫ ডিসেম্বর) পর্যন্ত গণপরিবহন তথা সাধারণ যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকতে পারে। এদিকে বিশেষ কোনো জরুরি কাজ ছাড়া বাসা থেকে বের হতে নিষেধ করেছে স্থানীয় পুলিশ।

মিউনিখ শহরের একজন মুখপাত্র জানিয়েছেন, কয়েকদিন ধরেই দেশটিতে ব্যাপক তুষারপাত হচ্ছে। এ তুষারপাতে ঢেকে গেছে পুরো মিউনিখ শহর।কোথাও কোথাও ১৬ ইঞ্চির তুষারপাত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় গণমাধ্যমের মতে, ১৯৩৩ সালের পর এই প্রথম তুষারপাতে রেকর্ড গড়ল মিউনিখ শহর।
বায়ার্ন মিউনিখ ও ইউনিয়ন বার্লিনের ফুটবল ম্যাচ গত শনিবার বৈরী আবহাওয়ার কারণে খেলা অসম্ভব হয়ে পড়লে ঝুঁকি এড়াতে ম্যাচটি সাময়িকভাবে স্থগিত করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















