ওমানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের মিরসরাইয় উপজেলার খাইরুল ইসলাম চৌধুরী (৪৪) নাম এক প্রবাসী নিহত হয়েছেন। নিহত খাইরুল মিরসরাই উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের বাড়িয়াখালী এলাকার হাবিব উল্লাহ মিয়া চৌধুরী বাড়ির মরহুম আজিজুল হক চৌধুরীর ছেলে।
খাইরুলের চাচাত ভাই রেজাউল করিম চৌধুরী জানান, রোববার সকালে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গাড়িচাপায় তার মৃত্যু হয়। তার লাশ একটি হাসপাতালে রাখা হয়েছে। তিনি সাত বছর ধরে ওমানে রয়েছেন। এর আগে, ১০ বছর কুয়েতে ছিলেন তিনি। খাইরুলের স্ত্রী ও ১০ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

তিনি আরো জানান, তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। দেশ থেকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠালে এক সপ্তাহের মধ্যে লাশ দেশে আনা হবে।
কাটাছরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন বলেন, ‘ওমানে সড়ক দুর্ঘটনায় খাইরুল নামে আমার ইউনিয়নের এক প্রবাসীর মৃত্যু খবর শুনেছি। তার লাশ দেশে আনার জন্য আমার পরিষদ থেকে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সহযোগিতা করা হবে।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
