মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে দিনদিন বাংলাদেশি প্রবাসীদের মৃত্যুর মিছিল দীর্ঘায়িত হচ্ছে। নতুন করে মিজানুল আলম (৪৬) নামে আরও এক প্রবাসী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে দেশটিতে। এখন পর্যন্ত দেশটিতে মোট ৫২ জন বাংলাদেশি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
জানাগেছে মৃত্যুর পূর্বে মিজানুল দাম্মাম জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। গত ১৪ দিন আগে হাসপাতালে ভর্তির সময় একটি স্ট্যাটাস দিয়ে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন তিনি। গত ৫দিন যাবৎ দাম্মাম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন মিজানুল। গতকাল বুধবার হাসপাতালেই তার মৃত্যু হয়। মিজানুলের চাচা ফজলুল আলম বিষয়টি নিশ্চিত করেন। মিজানুল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের ঘোপালঘাটা গ্রামের বাসিন্দা।
https://www.youtube.com/watch?v=H320x19a9VA&t=219s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
