তিন শিশুসহ পাঁচজনকে হত্যার অপরাধে বিচারের জন্য এক প্রবাসীকে নিজ দেশে ফিরিয়ে আনছে ওমান। ২০১৯ সালের জুলাইয়ে ওমানের নাগরিক, তাঁর স্ত্রী ও তিন শিশু সন্তানকে নিজ বাড়িতে হত্যা করে ওই প্রবাসী। অভিযোগ তদন্তে নামার আগেই ওই প্রবাসী দেশ ছেড়ে পালিয়ে আসে। পরে পূর্ব পরিকল্পিত হত্যার দায়ে মজিবুল্লাহ মোহাম্মদ হানিফ নামে প্রবাসী ভারতীয়কে অভিযুক্ত করা হয়।
এরপর ভারত ফিরে আসায় বিচারের জন্য তাকে ফিরে পেতে অনুরোধ জানায় ওমান। দেশটির অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারত সরকারও প্রত্যর্পণের সিদ্ধান্ত নেয়। এরপর সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে পিটিশন দায়ের করেছিলেন হানিফ। আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছেন। এ নিয়ে ওমান ও ভারতের একাধিক সংবাদমাধ্যম খবর প্রচার করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
