তিন শিশু ও এক নারীকে হত্যার অপরাধে বিচারের জন্য এক নাগরিককে ওমানে ফিরিয়ে দিচ্ছে ভারত। ভারত সরকারের বন্দী প্রত্যর্পণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে অভিযুক্তের করা আবেদন খারিজ করে দিয়েছেন দিল্লি হাইকোর্ট। ভুক্তভোগীদের প্রতি ন্যায়বিচারের ক্ষেত্রে এটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব পরিকল্পিত হত্যার দায়ে অভিযুক্ত মজিবুল্লাহ মোহাম্মদ হানিফ, ২০১৯ সালের ৩১ জুলাই এক ওমানের নাগরিক, তাঁর স্ত্রী ও তিন শিশু সন্তানকে তাঁদের নিজ বাড়িতে হত্যা করেন।
সোমবার হাইকোর্টে মামলাটির শুনানি হয় বিচারপতি অমিত বনসালের নেতৃত্বাধীন বেঞ্চে। ওমানের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারত সরকার প্রত্যর্পণের সিদ্ধান্ত নিয়ে তা চ্যালেঞ্জ করে পিটিশন দায়ের করেছিলেন হানিফ। আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছেন।
রায়ে বিচারপতি বনসাল বলেছেন, ওমানের সঙ্গে ভারতের একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ চুক্তি অনুসারে, উভয় দেশের আইন অনুসারে কমপক্ষে এক বছরের কারাদণ্ড বা এর চেয়ে কঠোর শাস্তিযোগ্য অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তি প্রত্যর্পণযোগ্য হবেন।
ওমান কর্তৃপক্ষ অভিযুক্ত ভারতীয়কে আইনিজীবী এবং একজন দোভাষী দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
