গোপনে রোমানিয়ার সীমান্ত অতিক্রম করার সময় ১৮ জন অভিবাসীকে আটক করেছে দেশটির সীমান্ত পুলিশ। অভিবাসীরা বাংলাদেশ, সিরিয়া, নেপাল এবং মরক্কোর নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তিতে দেশটির সীমান্ত পুলিশ জানিয়েছে, রোমানিয়ার নাদলাক-২ সীমান্ত পয়েন্ট থেকে যে ১৮ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, তারা বেআইনি উপায়ে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন।
বলা হয়, অভিযুক্তরা একটি ভ্যানে লুকিয়ে অবৈধ পথে হাঙ্গেরিতে প্রবেশের চেষ্টা করছিলেন। জিজ্ঞাসাবাদে ভ্যান চালক তুরস্ক-জার্মানি রুটে টেক্সটাইল পণ্য পরিবহনের তথ্য দিয়েছিলেন। কিন্তু গতিবিধি সন্দেহজনক মনে হলে গাড়িটি তল্লাশি করার সিদ্ধান্ত নেয় সীমান্ত কর্মকর্তারা।
পরে গাড়ির ভেতরে থাকা একটি কার্গোতে ১৮ জন বিদেশি নাগরিককে খুঁজে পায় পুলিশ। তাদের পুলিশ ও অভিবাসন সদর দপ্তরে জিজ্ঞাসাবাদের পর জানা যায়, তারা ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে ভিসা নিয়ে রোমানিয়ায় এসেছিলেন। তাদের বিরুদ্ধে প্রতারণামূলকভাবে রাষ্ট্রীয় সীমান্ত অতিক্রম করার চেষ্টার দায়ে বিচারিক তদন্ত শুরু হয়েছে। এরপর ভিসা অথবা রেসিডেন্স পারমিট বাতিল করে নিজ দেশ ফেরত যাওয়ার নোটিশ জারি করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
