বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের দেওয়া আড়াই শতাংশ প্রণোদনা চালু রয়েছে। এর সঙ্গে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবি এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আরও অতিরিক্ত আড়াই শতাংশ প্রণোদনা যুক্ত করার যে আভাস দেয়া হয়েছে তা বাস্তবায়নের দাবি জানিয়েছেন ওমান, কুয়েতসহ অন্যান্য দেশের প্রবাসীরা।
ওমান প্রবাসী রমজান আলী জানান, তিনি সম্প্রতি ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠিয়েছেন, তবে আগের মতোই আড়াই শতাংশ প্রণোদনা সুবিধা পেয়েছেন। জামাল উদ্দিন ও বশির মোল্লা নামে দুজন কুয়েত প্রবাসী বলেন, পাঠানো রেমিট্যান্সের উপর ৫% প্রণোদনার খবরে তারা খুশি হয়েছিলেন। তবে তাদের মত অনেক প্রবাসীই টাকা পাঠাতে এসে আগের মতোই প্রনোদণা পাচ্ছে। তারা দ্রুত ৫% প্রনোদনা সুবিধা কার্যকরের দাবি জানান।
অপর প্রবাসী রহিমের মতে, তাদের প্রণোদনা দরকার নেই, তাদের দরকার প্রবাসী কার্ডের সম্মান। যেন ছুটিতে দেশে ফিরে সরকারি বেসরকারি অফিসে দ্রুত সেবার ব্যবস্থা হয়। কাজের বিনিমেয় ঘুষ ও হয়রানি বন্ধর দাবি জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
